
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার শোকের আবহে বসে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখার সিদ্ধান্তসহ চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের শুরুতেই বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
বৈঠকে দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারি সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে এই সহায়তা পৌঁছানো হবে বলেও জানানো হয়।
বিশেষভাবে, জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে নিহত দুই শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সেইসাথে, আগামীকাল শুক্রবার দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশনা দিয়েছে সরকার—নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য।
এই বৈঠকটি শুধুমাত্র রাজনৈতিক সংস্কার নয়, বরং জাতির বেদনার মুহূর্তে একটি মানবিক বার্তা দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো বলে মনে করছেন বিশ্লেষকরা।