স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধে দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ রিপোর্ট:
বাংলাদেশি পণ্য আমদানিতে ভারত হঠাৎ স্থলবন্দর ব্যবহার বন্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। তবে এখনো দুই দেশের মধ্যে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, পণ্য পরিবহনের বিষয়টি ছাড়া আরও একটি ইস্যুতে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেটি হলো ‘পুশ-ইন’ বা জোরপূর্বক বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পাঠানোর ঘটনা। এ ধরনের ঘটনাকে বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে দেখছে। তিনি জানান, এই চিঠির এখনও কোনো জবাব দেয়নি ভারত।

তিনি স্পষ্ট করে বলেন, যদি কোনো ভারতীয় নাগরিক পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে ঢুকে থাকে, তবে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।

এছাড়াও ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পরিবর্তনের ইঙ্গিত দেন উপদেষ্টা। জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন এবং আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে।

উপসংহার:
ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে বাংলাদেশ কিছুটা কূটনৈতিক চাপে পড়েছে। তবে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পক্ষেই অবস্থান নিয়েছে ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *