
ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। তিনি সেনাসদস্যদের উদ্দেশ্যে বলেন, “এসব অপপ্রচারকারীরা তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্যই কাজ করছে। তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধারণ করা ও পেশাদারিত্ব বজায় রাখা শ্রেয়।” একইসঙ্গে তিনি সতর্ক করে দেন যে, এসব অপরাধ লিপিবদ্ধ হচ্ছে এবং যথাসময়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেনানিবাসের কর্মকর্তা সরাসরি উপস্থিত ছিলেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। প্রথম অংশে সেনাপ্রধান প্রায় ৩৮ মিনিট বক্তৃতা দেন এবং দ্বিতীয় অংশে প্রায় এক ঘণ্টা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তিনি বলেন, দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন, সেনাসদস্য কর্তৃক সংঘটিত যে কোনও অপরাধই প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী বিচার হয়ে থাকে, তবে অপ্রমাণিত অভিযোগে দ্রুত বিচারের চেষ্টা করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিটি অভিযোগের ক্ষেত্রেই নিরপেক্ষ তদন্ত ও প্রমাণ সংগ্রহ করে যথাযথ বিচার নিশ্চিত করা হবে।
এছাড়া, সেনাপ্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, নির্বাচনের তারিখ ইতোমধ্যেই ঘোষিত হয়েছে, তাই সকল সেনাসদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের ছড়ানো ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় একতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকা, মাদক থেকে বিরত থাকা, ইন-এইড টু সিভিল পাওয়ার দায়িত্ব পালনের সময় যেন কোনও প্রাণহানি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকা, যানবাহন দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, আত্মহত্যা প্রবণতা রোধে উদ্যোগ গ্রহণ এবং পরিবারের প্রতি যত্নশীল হওয়ার মতো বিষয়েও প্রতিটি সেনাসদস্যকে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তানদের সঠিক সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে অভিভাবকত্বের ভূমিকায় সেনাসদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।