সুস্থ আছেন জামায়াত আমির

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার (১৯ জুলাই) রাতে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, “গরমের কারণে আমির সাহেব অসুস্থ হয়ে পড়েন। তবে এখন তিনি ভালো আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”


সোহরাওয়ার্দীর বিশাল জনসমাগমে বক্তব্য দিতে গিয়ে দুইবার মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। এরপরেও তিনি বসে থেকেই বক্তৃতা শেষ করেন, যা দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রবল আবেগ তৈরি করে। চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা জানান, তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় কোনো বড় ধরনের শঙ্কার আশঙ্কা নেই বলেও জানানো হয়।


ডা. তাহের আরও জানান, শুরুতে সমাবেশ স্থগিত করার কথা ভাবা হয়েছিল। তবে আমির সাহেব নিজেই তাতে রাজি হননি। তার দৃঢ় মানসিকতা এবং প্রত্যয়ের প্রশংসা করেন উপস্থিত সবাই। এদিকে, অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এই সাক্ষাৎকে রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *