সীমান্তে পুশইন ‘দেশবিরোধী চক্রান্ত’ — এনসিপি নেতা সারজিস আলমের মন্তব্য

লালমনিরহাট, ২৯ মে:
সীমান্তে পুশইনের ঘটনা বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে মোটেও সন্তোষজনক নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। যে ব্যক্তি (শেখ হাসিনা) দেশের হাজারো মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন, তাকে ভারত আশ্রয় দিয়েছে। তাই প্রতিবেশী দেশের সঙ্গে সঠিক প্রতিবেশীর মতো আচরণ করতে হবে।”

তিনি আরও বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবেন, ততদিন ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় বিজিবিকে জিম্মি করে রাখা হয়েছিল। অথচ বিজিবির রয়েছে এমন সামর্থ্য, যা বিশ্বের যেকোনো বাহিনীর সঙ্গে পাল্লা দিতে সক্ষম।”

এ সময় তিনি উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল চালু করা এই অঞ্চলের মানুষের ন্যায্য দাবি।

সারজিস আরও বলেন, “পাটগ্রামে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি বন্ধ করতে হবে। স্থানীয়দের মুক্তি দিতে হবে এসব অনিয়ম থেকে।”

পথসভায় দলীয় নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *