
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে সংঘটিত ভয়াবহ পাথর লুটপাটের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে লুটপাটের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এ সময় পর্যটন কেন্দ্রের বর্তমান অবস্থা দেখে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
দুদকের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করছেন। দুদকের প্রতিনিধি দল জানায়, এই ঘটনার তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে এবং যাদের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও মন্তব্য করেন, স্থানীয় প্রশাসনের উচিত ছিল এই ধরনের লুটপাট ঠেকাতে আরও সতর্ক ও তৎপর থাকা।
পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গত এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর অবৈধভাবে উত্তোলন হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তবে সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় পরিবেশের অপরিবর্তনীয় ক্ষতি হবে, যা সিলেটের পর্যটন খাতের জন্য মারাত্মক আঘাত হিসেবে দেখা দেবে।