সিলেট ও মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফের পুশ-ইন, নারী ও শিশুসহ আটক ১৭২ বাংলাদেশি

সিলেট ও মেহেরপুর, ২৫ মে ২০২৫: ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সিলেট ও মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭২ বাংলাদেশিকে পুশ-ইন করেছে। শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত এই ঘটনা ঘটে।

সিলেট সীমান্তে তিনটি পৃথক পয়েন্ট দিয়ে ১৫৩ জনকে বাংলাদেশে পাঠানো হয়। এর মধ্যে বিয়ানীবাজার উপজেলার বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন এবং পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন প্রবেশ করেন। খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “শনিবার দিবাগত রাত আড়াইটার পর থেকে গভীর জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের সীমান্ত পার করে দেওয়া হয়। আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ চলছে।”

অন্যদিকে, একই দিন ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশ-ইন করে বিএসএফ। এদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে হেফাজতে নেয়।

আটককৃতরা দাবি করেছেন, তারা বাংলাদেশি নাগরিক। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং হরিয়ানা রাজ্যে বসবাস শুরু করেন। ছয়-সাত দিন আগে তাদের রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে পাঠানো হয়। সেখান থেকে আজ ভোরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *