সিইসি’র পদত্যাগ গুঞ্জন ভিত্তিহীন, নির্বাচনের প্রস্তুতি চলছে ‘ফুল গিয়ারে’: এ এম এম নাসির উদ্দিন

গেল ক’দিন ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন চললেও তা নাকচ করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ আখ্যা দেন এবং জানান, নির্বাচন কমিশন পূর্ণ উদ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, সম্প্রতি অসুস্থতার কারণে তিনি কর্মস্থলে উপস্থিত থাকতে পারেননি এবং হাসপাতালে ভর্তি ছিলেন। “হাসপাতালের বিছানায় শুয়ে যেসব খবর দেখেছি ও পড়েছি, তা আমাকে ব্যথিত করেছে,” বলেন সিইসি।

গুঞ্জনের প্রেক্ষিতে তিনি বলেন, “স্বয়ং নবীজী বলেছেন, ‘তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না’। এই হাদিসটি হাসপাতালে শুয়ে বারবার মনে পড়েছে।”

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক নিয়েও কথা বলেন সিইসি। তিনি জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। তবে এতে নির্বাচনসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে কথাও হয়েছে। “আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে যে প্রস্তুতি নিচ্ছি, সে বিষয়ে তাকে জানিয়েছি। তিনিও বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান।”

সাক্ষাতের প্রসঙ্গে সিইসি বলেন, “উনি (ড. ইউনূস) নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা কখনও নির্বাচন কমিশনকে কোনো রাজনৈতিক পক্ষের পক্ষে কাজ করতে বলেননি। বরং দেশ-বিদেশে তিনি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করে আসছেন। সেই মনোভাবই তিনি সাক্ষাতের সময়ও ব্যক্ত করেছেন।”

সিইসি আরও জানান, নির্বাচন কমিশন পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচন আয়োজনের পথে রয়েছে এবং কোনো গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান।

Ask ChatGPT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *