
প্রতারণার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো এভিয়েশনের সালমান এফ রহমান, তার ভাই এ এস এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদন করেন তিন ক্যাপ্টেন।
তারা হলেন, ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান। ১ কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে এ মামলার আবেদন করেন তারা।
এ মামলায় অপর আসামিরা হলেন, এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।