
ঢাকা, ২২ জুন:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, “জনতা উত্তেজিত হয়ে তাকে আটক করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।”
তিনি আরও জানান, নুরুল হুদাকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে আগামীকাল তাকে আদালতে পাঠানো হতে পারে। তবে, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে, আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সিইসি ও ইসিদের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জমা দেওয়া হয়। মোট ২৪ জনের নাম উল্লেখ করে এই আবেদন করা হয়।
উল্লেখ্য, কে এম নুরুল হুদা বাংলাদেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন ঘিরে ভোটগ্রহণের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।