সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, দুপুরে দুর্জয়কে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাঈমুর রহমান দুর্জয়। পরবর্তী সংসদেও একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন তিনি।

খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম টেস্ট দলের অধিনায়ক ছিলেন দুর্জয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *