সাজেদুর রহমান হ’ত্যা মামলা: সাবেক মন্ত্রী ও এমপিদের রি’মান্ডে পাঠানোর নির্দেশ

যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ২ দিন করে রিমান্ডে নিতে নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

এছাড়া বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে ১ দিনের এবং সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিকে, জুলাই মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার পৃথক হত্যা মামলায় সাবেক এমপি আ ক ম সারওয়ার জাহান বাদশা ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পরিকল্পনায় অর্থায়ন ও উসকানির পেছনে সরাসরি জড়িত ছিলেন আসামিরা। বিভিন্ন সময় তারা গণমাধ্যমে বিতর্কিত বক্তব্য দিয়ে তাদের অনুসারীদের সহিংসতায় উদ্বুদ্ধ করেছেন।”

আদালতের এই আদেশের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের রাজনীতিকদের বিরুদ্ধে চলমান তদন্ত নতুন মোড় নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *