সরকার কারও কথায় কাজ করে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সরকারের পক্ষ থেকে সব দিক বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “সরকার যেটি ঘোষণা করেছে, সেই পথেই রয়েছে এবং ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এনসিপির বক্তব্যে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না— সে প্রসঙ্গ টেনে রিজওয়ানা হাসান বলেন, “প্রত্যেকে তাদের রাজনৈতিক অবস্থান থেকে কথা বলে। সরকার কারও বক্তব্য বা চাপ অনুযায়ী কাজ করে না।” তিনি আরও জানান, সরকার জাতীয় নির্বাচন নিয়েই এখন ভাবছে। তবে গণপরিষদ নির্বাচন নিয়ে যদি সব রাজনৈতিক দল একমত হয়, তখন বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে।

জাফলংয়ের পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আজ যারা শ্রমিকদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন, তারাই একসময় ডিনামাইট দিয়ে বালু উত্তোলনের সময় ৬৫-৮০ জন শ্রমিককে মেরেছিল। তখন তাদের কারও দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি।” তিনি জানান, পরিবেশের ক্ষতি করে কিংবা শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো কার্যক্রম সরকার বরদাস্ত করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *