
সাভার, ৩০ জুলাই: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে এবং অগ্রাধিকারের ক্ষেত্রে বিচক্ষণতার ঘাটতি বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে রাষ্ট্র-রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের চেষ্টা চলছে, যা গণতন্ত্রের উত্তরণকে হুমকির মুখে ফেলতে পারে। বুধবার আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে আয়োজিত ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি চায় জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। আর সেই ক্ষমতা প্রয়োগের অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সময় সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি সতর্ক করেন, সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত কিংবা নীতির কারণে শুধুই রাজনৈতিক সংকট নয়, বরং উগ্রবাদ ও সহিংসতারও উত্থান ঘটতে পারে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত। তিনি বলেন, শেখ হাসিনা গুলি করে মানুষ হত্যা করেছেন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য। ফখরুল আরও বলেন, সংস্কার নিয়ে বহু আলোচনা হলেও শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার আজও দৃশ্যমান নয়। নিহত ও আহতদের পরিবার এখনো রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত। এজন্য তিনি মাঠ প্রশাসনকে দ্রুত সক্রিয় করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।