
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ১২ আগস্ট থেকে ঘোষিত ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খানের আশ্বাসে। রোববার (১০ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ে মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, আগামী দুই মাসের মধ্যে সড়ক পরিবহন আইনের খসড়া সংশোধন করা হবে এবং মালিক সমিতির উত্থাপিত আট দফা দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, যেসব দাবি বাস্তবায়নযোগ্য, সেগুলো গ্রহণ করা হবে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, আইন বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পুরনো যানবাহন অপসারণের জন্য পূর্বে নির্ধারিত ছয় মাস সময়সীমার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। ফিটনেসবিহীন যানবাহনের জন্য ডাম্পিং স্থানের অভাবের কারণে যাতে পরিবহন শ্রমিক ও মালিকেরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে বিকল্প সমাধান নেওয়া হবে। সরকার ও মালিক পক্ষ উভয়েই পরিবহন খাতের সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর নির্ধারণসহ ৮ দফা দাবি পেশ করেছিল। দাবি আদায় না হলে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে সরকারের আশ্বাসে আপাতত সেই ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো, যা দেশের পরিবহন খাতের জন্য স্বস্তির বার্তা এনে দিয়েছে।