
ঢাকার বুকে বিরল এক উত্তেজনার জন্ম দিয়েছে সচিবালয় চত্বরে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংস ঘটনা। সচিবালয়ে ঢুকে সরকারি গাড়ি ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা এক হাজার দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) মামলার এজাহার গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামান আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মামলাটি করেছেন বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ নামে কর্মসূচি পালন করে। যদিও কর্মসূচিটি প্রথমে শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের উদ্দেশ্যে সংগঠিত হয়, পরবর্তীতে এটি সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানে গড়ায়। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হলেও, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন এবং শুরু হয় সংঘর্ষ। অভিযোগ অনুযায়ী, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে লাঠি ও ইটপাটকেল ছোড়ে, এতে গুরুতর আহত হন অনেকে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, দুষ্কৃতিকারীরা সরকারি সম্পত্তি, বিশেষ করে সচিবালয়ের গাড়ি ভাঙচুর করে এবং ভয়ভীতি ও হুমকি ছড়িয়ে দেয়। পুলিশ সূত্র জানিয়েছে, এই হামলার নেপথ্যে কারা ছিল এবং এটি কতটা পূর্বপরিকল্পিত, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ বিরাজ করছে। তদন্তের মাধ্যমে মূল হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন।