সংখ্যানুপাতিক পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ৮ দলের

জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা এখনও অধরা। আমাদের আট দলের ৫ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা দীর্ঘদিন ধরে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোটের মাধ্যমে এর অনুমোদন নিতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আরপিও সংশোধন করা হলে তা মানা হবে না।”

দলগুলোর ৫ দফা দাবিতে আন্দোলনরত সংগঠনগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

ঘোষিত নতুন কর্মসূচির মধ্যে রয়েছে—

  • ৬ নভেম্বর সকাল ১১টা: প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল
  • ১১ নভেম্বর: দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *