
ঢাকা, সোমবার:
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। এ বিষয়ে সোমবার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে তারা ট্রাইব্যুনালে হাজির না হলে, তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চালিয়ে নেয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যায় নেতৃত্ব দেয়ার অভিযোগে করা মামলায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তরা স্বেচ্ছায় আত্মসমর্পণ না করলে, আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে।
এ বিষয়ে এখনো শেখ হাসিনা বা কামালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।