
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ বুধবার (২০ আগস্ট) ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ কার্যক্রম চলছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও তিনজন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে এই মামলায় ১২ জন সাক্ষ্য প্রদান করেছেন। গেল সোমবার আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদদের পরিবারের তিনজন সদস্য আদালতে সাক্ষ্য দেন। তারা আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার বর্ণনা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পুলিশ কর্মকর্তাদের কঠোর শাস্তির দাবি জানান। একইদিন সকালে রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয় আসামি থেকে সাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
এদিকে, একইদিন চানখারপুলে সংঘটিত ছয়জনকে হত্যার মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণও শুরু হয়েছে। ইতোমধ্যেই আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষ বলছে, এসব মামলার সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন দ্রুত শেষ করা গেলে বিচার প্রক্রিয়ার গতি আরও বাড়বে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন। জাতীয় গুরুত্বপূর্ণ এসব মামলার রায়ের দিকে সারাদেশের মানুষের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।