
ঢাকা, ২৩ মে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন—চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ। কিন্তু এই বক্তব্যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী জনগণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধারা হতাশ হয়েছেন। পাঁচ আগস্ট যেসব মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, তাদের স্বপ্নে আঘাত হেনেছে।”
তিনি বলেন, “এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে জনগণের প্রত্যাশা ও তাদের প্রতি দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। শুধু নির্বাচনের কথা বললে সেটা এই ঐতিহাসিক আন্দোলনের আত্মত্যাগের সঙ্গে বেইমানি।”
বিএনপির প্রতি প্রত্যাশার কথা জানিয়ে সারজিস আলম লেখেন, “আমরা শুধু নির্বাচনের রোডম্যাপ চাই না। আমরা চাই গণহত্যার বিচার, দেশের মৌলিক সংস্কার এবং জুলাই গণহত্যার নির্দেশদাতা ব্যক্তিদের বিচারের রোডম্যাপ। এই সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচনের ফ্রেমে সংকটকে সীমাবদ্ধ করলে জাতি হতাশ হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির মতো একটি বড় দল যদি এই অভ্যুত্থানের মূল চেতনা ভুলে গিয়ে কেবল ক্ষমতার পালাবদলের দিকে মনোযোগ দেয়, তাহলে তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
সারজিস আলমের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, এনসিপির মতো উদীয়মান রাজনৈতিক শক্তির এ ধরনের অবস্থানমূলক বক্তব্য দেশে একটি বিকল্প ধারার রাজনীতির ইঙ্গিত দেয়।