লাইসেন্স করা অস্ত্র বহন প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ

‘নিরাপত্তার স্বার্থেই অস্ত্র রাখা’—ফেসবুকে স্ট্যাটাসে দাবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে তিনি লাইসেন্স করা বৈধ অস্ত্র বহন করেন। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপর একাধিকবার হত্যাচেষ্টা চালানো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

রোববার (২৯ জুন) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপর যেভাবে কয়েক দফা হত্যাচেষ্টা হয়েছে, তাতে এটি রাখা স্বাভাবিক। সরকারি প্রোটোকল না থাকলে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই ব্যবস্থা।’

তিনি জানান, মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে তার আজ (রোববার) ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে ব্যাগ গোছানোর সময় একটি ম্যাগাজিন ভুলবশত তার ব্যাগে থেকে যায়।

‘স্ক্যানিংয়ে ধরা পড়ার পরই আমি বিষয়টি প্রোটোকল অফিসারকে হস্তান্তর করি। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল,’—যোগ করেন তিনি।

এ বিষয়ে এখনও কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *