লন্ডনে তারেক রহমানের সঙ্গে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) এ বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ায় এই আলোচনার অবতারণা হয়। বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা, নীতি ও প্রস্তুতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলেও জানান তিনি।


হুমায়ুন কবীর জানান, বৈঠকে তারেক রহমান তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে বলেছেন যে, বিএনপি গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী এবং একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশকে একটি শক্তিশালী গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চায়। তিনি আরও বলেন, চলতি বছরেই তারেক রহমান দেশে ফিরবেন বলে পরিকল্পনা রয়েছে। এ বৈঠক আন্তর্জাতিক মহলে বিএনপির গ্রহণযোগ্যতা ও সংলাপের গুরুত্বকেই সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


প্রসঙ্গত, এর আগে গত ১৩ জুন লন্ডনেই একটি পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান একত্রে বসেন। সেই বৈঠক শেষে দেয়া এক যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সম্ভাবনার কথা জানানো হয়। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ড. ইউনূস সেই ঘোষণাকেই পুনরায় নিশ্চিত করেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, যাতে তারা ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করে। এই ধারাবাহিকতায় লন্ডনের কূটনৈতিক তৎপরতাকে আগামী নির্বাচনের রূপরেখা নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *