
লন্ডন, ১৩ জুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) শহরের হোটেল ডরচেস্টারে এই বৈঠকটি হয়।
দুপুর ১টার দিকে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজ বাসা থেকে রওনা হয়ে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে পৌঁছানোর পরপরই দুই নেতাকে একে অপরের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে করমর্দন করতে দেখা যায়।
প্রথম আলাপেই ড. ইউনূসের শারীরিক অবস্থা জানতে চান তারেক রহমান। উত্তরে ড. ইউনূস হেসে বলেন, “টেনেটুনে কোনোভাবে চলছে।” এরপর তারেক রহমান জানান, তাঁর মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ড. ইউনূসকে সালাম জানিয়েছেন। ড. ইউনূস বিনীতভাবে জবাব দেন, “আপনার মাকে অসংখ্য ধন্যবাদ।”
বৈঠকের শুরুতেই দুই নেতা লন্ডনের মনোরম আবহাওয়া নিয়ে আলাপ করেন। ইউনূস বলেন, “আবহাওয়াটা খুব ভালো। লন্ডনে এমন আবহাওয়া খুবই মনোমুগ্ধকর।” জবাবে তারেক রহমান বলেন, “দুপুর নাগাদ একটু গরম পড়তে পারে।”
এ সময় পার্কে হাঁটা নিয়েও কথা হয় দুই নেতার মধ্যে। ড. ইউনূস জানান, তিনি লন্ডনের সময়টা বেশ উপভোগ করছেন এবং পার্কের পাশেই থাকার কারণে সেটা আরও উপভোগ্য হয়েছে। জবাবে তারেক রহমান জানান, একসময় বগুড়ায়ও একটি পার্ক বানিয়েছিলেন হাঁটার জন্য।
এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে দেশের নির্বাচনকালীন পরিস্থিতি ও ক্ষমতার পালাবদলের সম্ভাব্য দিকনির্দেশনা হিসেবে বৈঠকটিকে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও বৈঠকের মূল আলোচ্য বিষয় সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানানো হয়নি।