
ঢাকা, ২৭ মে ২০২৫:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরেও নির্ধারিত সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ না পাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব হবে না।”
তিনি জানান, ২৪ মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে বৈঠক করে। একই দিনে আরও দুটি রাজনৈতিক দল সাক্ষাৎ করে, এবং পরদিন আরও ২০টি দলের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। তবে এসব বৈঠকের পর সরকারের পক্ষ থেকে রোডম্যাপ সংক্রান্ত কোনো স্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ।
ড. মোশাররফ বলেন, “আমরা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনও চাই না। তবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে একটি সুস্পষ্ট রোডম্যাপ জরুরি। সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি—এই দুটি প্রক্রিয়া একসাথে চলতে পারে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মূল বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বিবৃতিতে। বরং ওই বিবৃতিকে তিনি ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেন।
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আমরা প্রথম থেকে উপদেষ্টা পরিষদকে সর্বোচ্চ সহযোগিতা করে এসেছি। কিন্তু সরকারের পক্ষপাতদুষ্ট ও দুর্বল আচরণ জনমনে সন্দেহ সৃষ্টি করছে।”
এ সময় তিনি বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি জানিয়ে বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ রক্ত দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। অথচ সরকারের সাম্প্রতিক আচরণে সেই মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনের পক্ষে গেজেট প্রকাশ হলেও সরকার তাঁর শপথ গ্রহণের জন্য এখনও কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপি আশা করছে, সরকার আর কালবিলম্ব না করে যথাযথ পদক্ষেপ নেবে।