রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিশ্লেষকদের মতে, এটি হতে যাচ্ছে একটি দিকনির্দেশনামূলক ভাষণ, যেখানে অতীতের আত্মত্যাগ, বর্তমানের অর্জন এবং ভবিষ্যতের লক্ষ্য তিনটিই উঠে আসবে।

এর আগে, আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অধ্যাপক ইউনূস। এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। পুরো অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে ২০২৪ সালের অভ্যুত্থানের চেতনা ও অর্জনগুলোকে নতুনভাবে স্মরণ এবং ভবিষ্যতের রাষ্ট্র গঠনে রূপরেখা দেওয়া হয়। এই ঘোষণাপত্রকে অনেকে বলছেন, “দ্বিতীয় মুক্তিযুদ্ধের শপথনামা”।

পাশাপাশি, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে দেশজুড়ে বিভিন্ন শিল্পী, ব্যান্ড, সংস্কৃতি সংগঠন পরিবেশন করছে গান, কবিতা, নাটক ও স্মৃতিচারণমূলক উপস্থাপনা। উৎসবমুখর এই পরিবেশে নাগরিকেরা অংশ নিচ্ছেন হাজারো মানুষের ভিড়ে, গাইছেন একসাথে “স্বাধীনতার গান”। আজ রাতের ভাষণ এবং পূর্বের ঘোষণাপত্র পাঠ—দুটিই একত্রে জুলাই অভ্যুত্থানকে জাতীয় ঐক্যের এক শক্তিশালী মাইলফলকে পরিণত করেছে। সব কিছু মিলিয়ে ৫ আগস্ট ২০২৫—হয়ে থাকছে ইতিহাসের আরেকটি নতুন অধ্যায়ের সূচনাদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *