রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া সংস্কার বৃথা: আমীর খসরু

ঢাকা, ২৭ মে:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এক হাজারটি সংস্কার করেও কোনো লাভ হবে না, যদি দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়।” আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং এই পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। শুধুমাত্র সংস্কার প্রস্তাবনা দিলেই হবে না, ঐক্যমতের ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে আমীর খসরু বলেন, “গণঅভ্যুত্থানের তিনটি মূল শক্তি ছিল—ছাত্র-জনতা, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমর্থন এবং সেনাবাহিনী। বর্তমান সরকারের পতনের ক্ষেত্রেও এই তিনটি শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি জানান, দশ মাস অতিক্রান্ত হলেও জাতীয় ঐক্যে বিভেদ ও বিভাজনের চিত্র ফুটে উঠেছে। সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হলেও কোথায় ঐকমত্য তা এখনো পরিষ্কার নয়। “জনগণ জানতে চায়—প্রস্তাবগুলোর মধ্য থেকে কোনগুলোতে ঐক্যমত্য হয়েছে। অথচ পরিস্থিতি অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে,” বলেন তিনি।

ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, “আগামীর রাজনীতি আর আগের মতো থাকবে না। এখন পরিবর্তনশীল মানুষের চাহিদা পূরণে বাস্তবমুখী রাজনীতি করতে হবে। যারা তা বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।”

ফ্যাসিবাদ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “যারা ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারাই প্রকৃতপক্ষে নির্বাচন চায় না।” পাশাপাশি, অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সমস্যার উৎস কোথায়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *