
প্রায় দেড় ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। কারণ সেগুলোতে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা করবে দলটি। আলোচনা শেষে শিগগিরই এই সংক্রান্ত ঘোষণা আসবে।
সাম্প্রতিক সময়ে আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় বিএনপির সাথে টানাপড়েন চলছে দীর্ঘদিনের মিত্রদের। সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে ৩৬ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা। সেই তালিকায় অন্তত ৮টি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গ ত্যাগের ঘোষণাও দিয়ে বসেন।