
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে, শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি ও তাঁর সফরসঙ্গীরা।
সফরকালে ড. ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে একান্ত বৈঠক করেন। এসময় রাজা ইউনূসের হাতে তুলে দেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’—যুক্তরাজ্যের এক মর্যাদাপূর্ণ সম্মাননা।
এছাড়া, তিনি যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
যুক্তরাজ্যে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন ড. ইউনূস। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ঘিরে উত্তেজনা এবং সরকারের সঙ্গে বিরোধী দলের চলমান টানাপড়েনের প্রেক্ষাপটে এই বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করে।
উল্লেখ্য, গত ৯ জুন ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।