
রাজধানীতে মেট্রোরেল লাইনের ওপর হঠাৎ একটি ড্রোন পড়ে গিয়ে ট্রেন চলাচলে সাময়িক বাধা সৃষ্টি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টা ৫১ মিনিটের দিকে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে, ফলে প্রায় ৯ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রাতেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, ড্রোনটি সরিয়ে নেওয়ার পর দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার জন্য যাত্রীদের সাময়িক ভোগান্তির বিষয়টি আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে কর্তৃপক্ষ।