
বেকারত্ব, দারিদ্র এবং পরিবেশ দূষণের মতো বৈশ্বিক সংকট নিরসনে মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক বিশিষ্ট উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি বলেন, “বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে এখনই থ্রি-জিরো তত্ত্বের আলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে।” তিনি উল্লেখ করেন, বিশ্বের অসংখ্য বিপদগ্রস্ত মুসলিম এখনো প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না, যা বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে বৃহত্তর সমন্বয় ও দায়বদ্ধতা বাড়ানোর তাগিদ দিচ্ছে।
উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সামিটে মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এই সম্মেলন কেবল একটি আলোচনার প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। তাদের মতে, সামাজিক ব্যবসা কেবল মুনাফার জন্য নয়—বরং এটি পরিবেশ, মানবিকতা ও ন্যায়ের পক্ষে একটি বিকল্প ব্যবস্থা, যা মুসলিম বিশ্বকে আরও স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে সক্ষম হবে।
সামিটে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থিতিশীল অবস্থানের প্রশংসা করেন। তারা বলেন, অনেক মুসলিম দেশ এখনো সংকটে রয়েছে—বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চলগুলো। সেই দেশগুলোকে সহায়তা দিতে ও অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মুসলিম বিশ্বকে এগিয়ে আসা জরুরি। বক্তারা আরও বলেন, একতাবদ্ধ না হলে এসব সংকট মোকাবিলা সম্ভব নয়, তাই এখনই সময় পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করার।