
ঢাকা, ৪ জুন:
মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে “ভিত্তিহীন ও ভুয়া” বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “মুজিবনগর সরকারের যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা সবাই মুক্তিযোদ্ধা। তাঁদের স্বীকৃতি দিয়ে কারও সম্মান ক্ষুণ্ন হয়নি।”
ভুল সংবাদের প্রতিক্রিয়ায় উপ-প্রেস সচিব আরও বলেন, “যারা এমন সংবাদ প্রকাশ করেছেন, আশা করি তারা সংশোধনী দিয়ে দুঃখপ্রকাশ করবেন। ভবিষ্যতে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হলে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান—মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত থাকবেন।
এই বিবৃতির মাধ্যমে সরকার পুনরায় নিশ্চিত করল যে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বদের অবদানকে কোনোভাবেই অস্বীকার করা হয়নি।