
📺 নিউজ রিপোর্ট:
মিয়ানমারের রাখাইনে মানবিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে ত্রাণ সরবরাহের বিষয়ে এখনো কোনও নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। তিনি জানান, জাতিসংঘ একটি চ্যানেল তৈরির প্রস্তাব দিলেও করিডর ইস্যুতে বাংলাদেশের অবস্থান এখনো স্পষ্টভাবে নির্ধারিত হয়নি।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
🗣️ খলিলুর রহমান বলেন:
“বর্তমানে আরাকানের যেভাবে সংঘাত চলছে, তাতে বাংলাদেশ ত্রাণ করিডর দেওয়ার অবস্থানে নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি এ নিয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়, তখন বিষয়টি বিবেচনায় নেয়া হতে পারে। তবে, তা হবে কেবল বাংলাদেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই।”
তিনি জানান, এই ইস্যুতে এখন পর্যন্ত আমেরিকা বা চীনের কোনো চাপ নেই এবং বাংলাদেশের সেনাবাহিনীর সাথেও সরকারের কোনো মতবিরোধ নেই।
🔍 গুজব ও ব্যাখ্যা:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খলিলুর রহমানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে এমন গুজব ছড়ানো হয়। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন—
“আমার একটাই নাগরিকত্ব, সেটা বাংলাদেশি। আমি আমেরিকায় ছিলাম, কিন্তু কখনও কোনো আমেরিকান পাসপোর্ট নেইনি। আমাকে ভুলভাবে উপস্থাপন করবেন না। আমি যা নই, তা বানিয়ে আমাকে লক্ষ্য বানানো হলে, তার প্রভাব অন্যদের ওপরও পড়তে পারে।”
📌 রোহিঙ্গা ইস্যু:
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, আরাকানের বর্তমান অবস্থা রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুপযুক্ত। তবে সরকার এখনো টেকসই প্রত্যাবাসনকেই লক্ষ্য হিসেবে ধরে রেখেছে।
তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যাগত ও বায়োমেট্রিক তথ্য ইউএনএইচসিআর সংরক্ষণ করছে। আগের সরকার এই ডেটা ব্যবহারে অনাগ্রহ দেখালেও বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং নির্বাচন কমিশনের সাথে মিলিয়ে ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের সংখ্যা নিরূপণের কাজ শুরু হয়েছে।