
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী মো. সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “সরকার এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রমে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
সোহাগ হত্যাকাণ্ডকে “নারকীয়” আখ্যা দিয়ে ড. নজরুল বলেন, “এই ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২’-এর ধারা ১০ অনুসারে সর্বোচ্চ দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করা হবে।” এই পাশবিক হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং অপরাধীদের শাস্তির দাবিতে চলছে বিক্ষোভ।
প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করার পর মৃতদেহের ওপরও চলে বর্বরতা। শত শত পথচারীর চোখের সামনে ঘটে যাওয়া এই নিষ্ঠুর ঘটনাটি এখন পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এখন দেশবাসী অপেক্ষা করছে দৃষ্টান্তমূলক শাস্তির।