
মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে।” তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া ধীর হলেও এটি পুরোপুরি বাহিনীর দায় নয়।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “এমন নৃশংস ঘটনা একটি সভ্য সমাজে কাম্য নয়। আমরা খুবই অসহিষ্ণু হয়ে পড়েছি। এই সহিংসতা রুখতে শুধু সরকার নয়—অভিভাবক, শিক্ষক, চিকিৎসকসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “চাঁদপুরের ঘটনায় বেশ কয়েকজন অপরাধীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে কেউ যেন আইন নিজের হাতে না নেয়, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বড় পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এখন প্রত্যাশা, এই ঘটনার বিচার যেন দ্রুত ও দৃষ্টান্তমূলক হয়।