মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা ভোটে দাঁড়াতে পারবে না

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনী প্রক্রিয়া থেকে চিরতরে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমীতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ঘোষণা দেন। তিনি জানান, কোনও ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইন সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল হলে তিনি আর কখনো কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। শুধু তাই নয়, অভিযুক্তরা সরকারি চাকরিতেও থাকতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়। এ সিদ্ধান্তকে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বর্তমানে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। পাশাপাশি সরকারের অধীনে থাকা অন্যান্য ১০টি কমিশনের ৩৬৭টি সুপারিশ নিয়ে কাজ চলছে। এ ছাড়া সংস্কার কমিশনের বাইরে থেকেও বিভিন্ন মন্ত্রণালয় নিজেদের উদ্যোগে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এ পদক্ষেপকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করা হচ্ছে।

এদিকে বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎকেন্দ্র স্থাপন ২০২৫ সালের মধ্যে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব জানান, অতীতে এই খাতকে লুটপাটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, যার ফলে গত বছর বিদ্যুৎ খাতে ৬৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। নতুন সিদ্ধান্তের মাধ্যমে এ খাতে ভর্তুকি কমানো, বিদ্যুতের খরচ হ্রাস এবং সহজে জনগণকে সেবা দেওয়ার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *