মান’বতাবিরোধী অ’পরাধ মা’মলায় খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম বুধবার সকালে মুক্তি পাচ্ছেন

ঢাকা, ২৭ মে:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আগামীকাল বুধবার (২৮ মে) সকালে মুক্তি পাচ্ছেন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে তিনি মুক্তি পাবেন। এ সময় দলীয়ভাবে তাকে ‘আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা’ জানানো হবে বলেও জানিয়েছেন জুবায়ের।

এই প্রথমবারের মতো একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর কারো মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে খালাস দেওয়া হলো।

এর আগে, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিলের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাকে খালাস দেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ৮ মে শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করা হয়েছিল।

রায়ে বলা হয়, আগের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ এবং আপিল বিভাগের পূর্ববর্তী রায় বাতিল করা হলো। অন্য কোনো মামলা না থাকায় তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তির খালাস পাওয়াকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক ও আইনজ্ঞ মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *