মাইলস্টোন স্কুলের আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাহিল ফারাবি আয়ান (১৪) নামের ওই ছাত্র শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সাহিলের মৃত্যুর মধ্য দিয়ে জাতীয় বার্ন ইউনিটে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে, এবং ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আরও একজন মারা গেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, “সাহিলের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে লাইফ সাপোর্টে রেখে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল, কিন্তু শেষরক্ষা হয়নি।” দুর্ঘটনার পর থেকেই চিকিৎসাধীন থাকা সাহিলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল, যা দিন যত গড়িয়েছে, আরও জটিল হয়ে পড়ে বলে জানান চিকিৎসকরা।


স্মরণযোগ্য যে, গত সপ্তাহে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যার ফলে স্কুলের মাঠ ও আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য শিক্ষার্থী ও স্থানীয় মানুষ আহত হন। চিকিৎসা সেবা নিতে জাতীয় বার্ন ইউনিট ও ঢাকা মেডিকেলে ভর্তি হন অনেকে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *