মাইলস্টোন দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন মোদি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তার বার্তায় উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে অনেকেই ছিলেন তরুণ শিক্ষার্থী—যাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু গোটা অঞ্চলের জন্যই হৃদয়বিদারক।

মোদি বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত।” তিনি আরও যোগ করেন, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি ভারতের গভীর সংহতি ও সহমর্মিতা রয়েছে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, বাংলাদেশ চাইলে ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে ভয়াবহ আতঙ্ক। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমান বিধ্বস্তের এই ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *