
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া সেনাসদস্যদের সাহসিকতা ও মানবিকতাকে স্বীকৃতি জানিয়ে তাদের সম্মানিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর সেনা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্বয়ং এই সম্মাননা প্রদান করেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রশংসনীয়, যা দেশবাসীর মনে গভীর প্রভাব ফেলেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বিপদসংকুল পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অন্যান্য স্টাফদের উদ্ধার করতে সেনাসদস্যরা যেভাবে দ্রুত, দক্ষতা ও সহানুভূতির সঙ্গে কাজ করেছেন, তা ছিল বাহিনীর পেশাগত মানদণ্ডের উজ্জ্বল উদাহরণ।” এই ধরনের মানবিক ও পেশাগত তৎপরতা ভবিষ্যতের সেনাসদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি সংঘটিত দুর্ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক ও আতঙ্কজনক। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে, যার ফলে বহু প্রাণ বেঁচে যায়। এই সম্মাননার মাধ্যমে সেনাবাহিনী শুধু তাদের সদস্যদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে না, বরং একটি শক্ত বার্তাও দিয়েছে—দেশের যেকোনো সংকটে বাহিনী সর্বদা প্রস্তুত এবং মানবিক মূল্যবোধে অটল।