মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১

উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা ব্যতীত বাকি সবাই ছাত্র-ছাত্রী
মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক সরকারি ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান

দুর্ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে। বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউদাউ করে আগুন ধরে যায়, যা মুহূর্তেই ভবনের বড় অংশে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ প্রাণহানি ঘটায়।

এই দুর্ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার
শোক উপলক্ষে—

  • সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
  • সব শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশের বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
  • সকল ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন চলছে।

দেশের মানুষ এই হৃদয়বিদারক ঘটনার শোকে একত্র, আর গোটা জাতি অপেক্ষায় রয়েছে দায়ী কর্তৃপক্ষের জবাবদিহি এবং দুর্ঘটনার পূর্ণ তদন্ত ও প্রতিকারমূলক ব্যবস্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *