ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ভুয়া তথ্য ও মিথ্যা সংবাদ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সহায়তার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে ড. ইউনূস বলেন, “বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হচ্ছে ভুয়া ও মিথ্যা খবর। এসব তথ্য শুধু দেশীয় কিছু সূত্র থেকেই নয়, বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে। অনেক সময় প্রথাগত সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয়ই এসব ভুয়া তথ্যের অংশ হয়ে পড়ে।”

তিনি জাতিসংঘ প্রতিনিধিদের গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলাপের আহ্বান জানান, যাতে সঠিক তথ্য প্রচার এবং সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় আন্তর্জাতিক সহায়তা জোরদার হয়।

এ সময় ইউনেস্কোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য ইউনেস্কোর এক প্রতিবেদনে আত্মনিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বারোপ করা হবে। এতে আন্তর্জাতিক মান অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে।

সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ বলেন, প্রতিবেদনে সাংবাদিকদের কর্মপরিবেশ এবং বিশেষভাবে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সুপারিশ থাকবে, যা বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *