
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে সদিচ্ছা থাকলেও কোনো রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের র্যাব-১১ ও বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত যেভাবে বাংলাদেশে পুশ-ইন করছে তা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশ তার নাগরিকদের ফিরিয়ে নেবে, কিন্তু রোহিঙ্গাদের গ্রহণ করা হবে না।” তিনি আরও বলেন, এরকম ইস্যুতে ভারতকে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক প্রটোকল মেনে চলা উচিত।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী মামলাগুলো নিয়ে তিনি বলেন, “অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে অগণিত ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার ফলে তদন্তে দেরি হচ্ছে।” এ ধরনের পরিস্থিতি যাতে নির্দোষ কাউকে হয়রানির মুখে না ফেলে, সেজন্য তদন্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। “সত্যিকারের অপরাধীকে চিহ্নিত করে সময়মতো অভিযোগপত্র দাখিল করা হবে,” যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সরকারের লক্ষ্য হলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশব্যাপী অভিযান পরিচালনা করছে।” তিনি বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের অগ্রাধিকার।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর নজরদারিতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এতে বোঝা যায়, নির্বাচনকে সামনে রেখে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।