বিমানবন্দরে রিভলবারের ম্যাগাজিন নেওয়ার ঘটনায় সতর্কতা জারি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৩০ জুন — ভুলবশত রিভলবারের ম্যাগাজিন সঙ্গে করে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আসিফ মাহমুদ কোন প্রক্রিয়ায় অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, সে বিষয়ে আমি অবগত নই। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এ সময় কুমিল্লা ও পটুয়াখালীতে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, “উভয় ঘটনায়ই তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।”

আসন্ন জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলোতে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানান তিনি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং জনসাধারণের মধ্যে আস্থা ফিরে এসেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *