
বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে ওই প্রতীক দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ইসি স্বপ্রণোদিত হয়ে অন্য একটি প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সিনিয়র সচিব বলেন, “বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেওয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও বলেছি। নির্বাচন কমিশন স্ব-বিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করবে। গণভোট ইস্যুতে আমার কাছে এখনো কোনো তথ্য নেই।”
তিনি আরও জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার অস্থায়ী কক্ষ থাকবে। প্রতি কক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন।
চলতি সপ্তাহেই রাজনৈতিক দল ও নির্বাচনী পর্যবেক্ষক নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা পরিষদে আরপিও অনুমোদন হওয়ায়, জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন নিয়ে কিছুটা বিলম্ব হলেও দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে আখতার আহমেদ বলেন, “দুটি বিষয়ে আমরা কিছুটা পিছিয়ে আছি—একটি রাজনৈতিক দলের নিবন্ধন, অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।”