বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

রাজধানীর উত্তরায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর, দ্রুত সাড়া দিয়ে চিকিৎসা সহায়তা দিতে আসা সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ সদস্যের চিকিৎসক ও নার্সদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে তিনি তাদের সেবা, দক্ষতা ও মানবিক সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই দলগুলো শুধু তাদের দক্ষতা নিয়েই আসেনি, এনেছে তাদের হৃদয়ও।” তিনি এটিকে অভিন্ন মানবিকতা ও বৈশ্বিক অংশীদারত্বের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ করেন।


প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিদেশি টিম আহতদের জটিল ট্রমা কেয়ারে নিরলসভাবে কাজ করছেন। তিনি তাদের দ্রুত আগমনের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টাকেও ধন্যবাদ জানান। সাক্ষাতে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৪ জন চিকিৎসক ও নার্স। বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিঙ্গাপুর মিশনের প্রধানসহ অনেকেই উপস্থিত ছিলেন, যা এই উদ্যোগের কূটনৈতিক গুরুত্বও তুলে ধরে।


চিকিৎসা সহায়তার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক চিকিৎসা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভার্চুয়াল মাধ্যমেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং বলেন, “এই অংশীদারত্ব জনস্বাস্থ্য ও জরুরি প্রস্তুতির ক্ষেত্রে স্থায়ী সহযোগিতার ভিত্তি স্থাপন করতে পারে।” এ ধরনের বৈশ্বিক সংহতি শুধু তাৎক্ষণিক সেবা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সুদৃঢ় নেটওয়ার্কের পথপ্রদর্শক হিসেবেও কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *