
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশের যুবক ওয়াসিম আকরামের (২৮) মরদেহ অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ প্রায় তিন মাস পর শনিবার (৫ জুলাই) দুপুরে সীমান্ত পিলার ৬০ এর নিকটে বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। নিহত ওয়াসিমের পিতা রমজান আলী এবং ভাই মেহেদী হাসান মরদেহ গ্রহণ করেন। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ওয়াসিম আকরাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। চলতি বছরের ১১ এপ্রিল বাঘাডাঙ্গা সীমান্তে ইছামতী নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। ঘটনার পর নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রমজান আলী গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। তবে মরদেহ তখন বিএসএফ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর নিহতের বাবা বিজিবির কাছে লিখিত আবেদন করলে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করে।
বিজিবি ও বিএসএফের মধ্যকার ধারাবাহিক চিঠিপত্র, কূটনৈতিক উদ্যোগ ও প্রমাণ যাচাই শেষে ভারতীয় কর্তৃপক্ষ ওয়াসিমের মরদেহ ফেরত দিতে সম্মত হয়। অবশেষে শনিবার দুপুরে মরদেহ দেশে ফিরলে নিহতের পরিবার কিছুটা স্বস্তি পায়। ওয়াসিমের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী এই ঘটনায় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার ও প্রতিকার দাবি করেছে। অনেকেই সীমান্তে গুলি করে হত্যার মতো ঘটনায় কূটনৈতিকভাবে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন।