বার্ন ইনস্টিটিউটে মৃত্যু বেড়ে ১৩, প্রয়োজন নেই রক্ত ও স্কিনের

মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন এই তথ্য জানান। তিনি বলেন, “আজ মারা যাওয়া দুইজনের একজন মৃত্যুবরণ করেন দুপুর ১টা ৫০ মিনিটে, অন্যজন বিকেল ৪টায়।” তারা দুজনই আইসিইউতে ছিলেন। বর্তমানে আইসিইউতে ৬ জন রোগী রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক



বর্তমানে হাসপাতালটিতে ৪২ জন আহত ভর্তি আছেন, যাদের মধ্যে ১৩ জনকে কেবিনে রাখা হয়েছে। স্কিন ডোনেশন বা রক্তের প্রয়োজন নেই বলেও জানান বার্ন ইনস্টিটিউট পরিচালক। তার ভাষায়, “অনেকে সাহায্য করতে চাইলেও, স্কিনের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরকার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে।”

তিনি আরও বলেন, “বাচ্চাদের জন্য যেটা ভালো, আমরা সেটাই নিচ্ছি। দেশ–বিদেশ থেকে সহযোগিতার আশ্বাস এসেছে। একটি মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে প্রতিটি সিদ্ধান্ত নেয়া হচ্ছে।”



এই দুর্ঘটনায় আহতদের মধ্যে এখনো অনেকের অবস্থা সংকটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে সরকারি তত্ত্বাবধান।
“সবকিছুই এই শিশুদের বাঁচানোর লড়াই,” — বললেন অধ্যাপক নাসির উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *