বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সোমবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, সন্ত্রাসবাদ মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, “আমরা সন্ত্রাসীদের এই দেশের মাটি থেকে নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মধ্যে অনুষ্ঠিত এই ৪০ মিনিটের বৈঠকে দুই দেশের মধ্যে চলমান শুল্ক নীতিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক উত্তরণের পথে পাশে থাকবে। বিশেষ করে আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জোরদারে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতির বিষয়েও অবহিত করেন জ্যাকবসনকে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।” প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিশনের মাধ্যমে দেশ একটি টেকসই ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে আরও একধাপ এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *