
বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত দুই দেশের ব্যবসা ও পর্যটন খাতের জন্য বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ এক বছরের ভিসানীতির জটিলতায় পর্যটন ও চিকিৎসা খাত ক্ষতির মুখে পড়লেও এবার নতুন সিদ্ধান্তে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। পর্যটন, চিকিৎসা ও ব্যবসার কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারতে যেতেন, যা গত এক বছরে ব্যাপকভাবে কমে যায়।
ভিসা জটিলতার কারণে কলকাতার নিউমার্কেট, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে গিয়ে অর্থনৈতিক ক্ষতি হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল, হোটেল, পরিবহন, মুদ্রা বিনিময়, খুচরা বাজার ও খাদ্য ব্যবসা খাত। বহু ব্যবসায়ীকে জীবিকা পরিবর্তনের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এমন অবস্থায় নতুন ভিসা নীতি কার্যকর হলে বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা দ্রুত বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ভারতীয় ব্যবসায়ীরা মনে করছেন, বাংলাদেশিদের আগমন বৃদ্ধির ফলে আগের সংকট অচিরেই কাটিয়ে ওঠা সম্ভব হবে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে হোটেল মালিক, পোশাক ব্যবসায়ী, মুদ্রা বিনিময়কারী এবং পরিবহন খাতের সকলে একই সুরে বলছেন—ধর্ম, রাজনীতি ও দ্বন্দ্ব ভুলে দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক আরও জোরদার হওয়া উচিত। তারা চান, বাংলাদেশ ও ভারত পরস্পরের পরিপূরক হয়ে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতায় নতুন অধ্যায় রচনা করুক।