
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ জেলা মাগুরায় অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সব দফতর কার্যক্রম শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্ষা শেষে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে এবং জনগণের কাছে সম্ভাব্য প্রার্থীরা পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, ভোটের সময় নিয়ে যাদের মনে সংশয় আছে, নির্বাচনী কার্যক্রম শুরু হলে তা কেটে যাবে। এ সময় প্রেস সচিব সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। তার মতে, নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এজন্য নির্বাচন কমিশন, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করবে।
শফিকুল আলম জানান, অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ব্যবসায়ী আল-আমিনের কবর জিয়ারত করেছেন তিনি এবং বাকিদের কবরও জিয়ারত করার পরিকল্পনা রয়েছে। তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়েই আজ দেশে স্বাধীনভাবে কথা বলা এবং রাজনৈতিক সমঝোতার পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মতে, এই ত্যাগই গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করবে এবং আসন্ন নির্বাচনকে দেশের জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগে পরিণত করবে।